হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোহাম্মদ কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছে হাটহাজারী সাংবাদিক ফোরাম।
হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোহাম্মদ কফিল উদ্দিন গত শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ নানান রোগে ভুগছিলেন। তিনি হাটহাজারী পৌর এলাকার মিরেরহাটস্থ মীর বাড়ির মরহুম মীর মোস্তাক আহমেদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, ভাইবোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ মীর মোহাম্মদ কফিল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শােক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম নগরীতে কর্মরত হাটহাজারীর সংবাদকর্মীদের সংগঠন হাটহাজারী সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল শোক বার্তায় বলেন, অধ্যক্ষ মীর মোহাম্মদ কফিল উদ্দিনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তিনি সুজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে