চট্টগ্রাম 8:01 am, Tuesday, 3 December 2024
হাটহাজারীতে সাজ সাজ রব

আওয়ামী যুবলীগ উত্তর জেলার সম্মেলন ২৯ মে

টানা ১৯ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বিগত ১৯ বছরে কমপক্ষে ছয়টি সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা হতে পারেনি। ফলে অনুষ্ঠিতব্য সম্মেলন অধিকতর গুরুত্ব বহন করে। ১৯ বছরে আর কোন সম্মেলন বা কমিটি না হওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের অনেক সিনিয়র ও যোগ্য নেতা পদবঞ্চিত হয়েছেন।তারা উপর স্তরে যেতে পারেনি। তাই এবারে হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সংখ্যাধিক প্রার্থী হতে পারে বলে অনেকের ধারণা।

ঐতিহ্যবাহী হাটহাজারীতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে হাটহাজারী ছাড়াও রাউজান, ফটিকছড়ি, রাংগুনিয়া, মীরসরাই, সীতাকুণ্ড ও সন্ধীপ উপজেলা থেকে ডেলিকেট ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ব্যানার ফেষ্টুন ইত্যাদি নিয়ে সম্মেলনে আসা যাবেনা। এমনকি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ব্যতিত অন্য কোনো ব্যক্তির নামে কোনো প্রকার স্লোগান দেয়া যাবেনা বলে যুবলীগ প্রধান শেখ ফজলে শামস পরশ নির্দেশ দিয়েছেন। এরপরও সবকিছু সামাল দিয়ে দীর্ঘদিনের প্রতিক্ষিত এ সম্মেলন থেকে কিভাবে একটি স্বচ্ছ ও দক্ষ কমিটি পাওয়া যায় তা সত্যিই দেখার বিষয়।

সম্মেলন উদ্বোধন করবেন প্রধান অতিথি ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,মাহবুবুল আলম হানিফ এমপি, ডঃ হাছান মাহমুদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ সালাম ও শেখ আতাউর রহমান, মাহফুজুর রহমান এমপি, দিদারুল আলম এমপি, ফজলে করিম চৌধুরী এমপি ও খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এবং সঞ্চালনা করবেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যায়, নতুন কমিটিতে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্মীবান্ধব এস এম রাশেদুল আলম কে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সর্ব মহল থেকে দাবি উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর পুনঃনির্বাচিত হলেন শিক্ষাবিদ হারুনুর রশীদ

হাটহাজারীতে সাজ সাজ রব

আওয়ামী যুবলীগ উত্তর জেলার সম্মেলন ২৯ মে

Update Time : 06:58:15 am, Saturday, 28 May 2022

টানা ১৯ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বিগত ১৯ বছরে কমপক্ষে ছয়টি সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা হতে পারেনি। ফলে অনুষ্ঠিতব্য সম্মেলন অধিকতর গুরুত্ব বহন করে। ১৯ বছরে আর কোন সম্মেলন বা কমিটি না হওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের অনেক সিনিয়র ও যোগ্য নেতা পদবঞ্চিত হয়েছেন।তারা উপর স্তরে যেতে পারেনি। তাই এবারে হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সংখ্যাধিক প্রার্থী হতে পারে বলে অনেকের ধারণা।

ঐতিহ্যবাহী হাটহাজারীতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে হাটহাজারী ছাড়াও রাউজান, ফটিকছড়ি, রাংগুনিয়া, মীরসরাই, সীতাকুণ্ড ও সন্ধীপ উপজেলা থেকে ডেলিকেট ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ব্যানার ফেষ্টুন ইত্যাদি নিয়ে সম্মেলনে আসা যাবেনা। এমনকি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ব্যতিত অন্য কোনো ব্যক্তির নামে কোনো প্রকার স্লোগান দেয়া যাবেনা বলে যুবলীগ প্রধান শেখ ফজলে শামস পরশ নির্দেশ দিয়েছেন। এরপরও সবকিছু সামাল দিয়ে দীর্ঘদিনের প্রতিক্ষিত এ সম্মেলন থেকে কিভাবে একটি স্বচ্ছ ও দক্ষ কমিটি পাওয়া যায় তা সত্যিই দেখার বিষয়।

সম্মেলন উদ্বোধন করবেন প্রধান অতিথি ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,মাহবুবুল আলম হানিফ এমপি, ডঃ হাছান মাহমুদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ সালাম ও শেখ আতাউর রহমান, মাহফুজুর রহমান এমপি, দিদারুল আলম এমপি, ফজলে করিম চৌধুরী এমপি ও খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এবং সঞ্চালনা করবেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যায়, নতুন কমিটিতে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্মীবান্ধব এস এম রাশেদুল আলম কে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সর্ব মহল থেকে দাবি উঠেছে।