শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।
মঙ্গলবার(২১ শে ফেব্রুয়ারী)উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে হাটহাজারী প্রেস ক্লাবের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানা যায়, মহান একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে মাতৃভাষার জন্য সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেক নাম না জানা ব্যক্তি শহীদ হন। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করার এমন নজির আর বিশ্বে কোথাও নেই।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির সেই বিয়োগান্ত ঘটনা সমগ্র বিশ্ববাসীকে এখনও নাড়া দেয়। রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানে মুখরিত হয়েছিলো বায়ান্নর সেই দিনটিতে। পুলিশের গুলিতে রাজপথ রঞ্জিত হয়েছিলো সেদিন। মাতৃভাষার জন্য এদেশের দামাল ছেলেরা অকাতরে প্রাণ উৎসর্গ করেছিলেন সেদিন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মো.হোসেন, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম, মো.আলাউদ্দীন, একেএম নাজিম প্রমুখ।