চট্টগ্রামের মিরসরাইয়ে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ১৩ নং মায়ানী ইউনিয়ন শাখার উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা জনতার” শীর্ষক একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই জনসভাটি অনুষ্ঠিত হয়৷ এসময় জনসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর সঞ্চালনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ১৩ নং মায়ানী ইউনিয়ন শাখার সভাপতি ইফতেখার আলম কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন,মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন,আমাদের ভৌগোলিক মুক্তি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অর্থনৈতিক মুক্তি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সুতরাং কোনো অপশক্তির হাতে দেশকে তুলে দেয়ক যাবে না৷