হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘আমাদের মেয়েদের কে স্বপ্ন দেখতে হবে যে আমি বড় হবো, একদিন আমি ডাক্তার হবো, পাইলট হবো।, আর্মি অফিসার হবো’। আর এ স্বপ্ন দেখানোর দায়িত্ব দুজনের, আপনারা অভিভাবকদের। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্মাট দেশের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে নারী শিক্ষার কোন বিকল্প নেই।
ফতেয়াোদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার, শ্রেণী কক্ষ ও অডিটোরিয়াম উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আলেচনা সভা ও অভিভাবক সসাবেশ প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর)উ বেলা এগারোটার দিকে এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কান্তি দে।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যথাক্রমে ইউনুস গনি চৌধুরী ও মঞ্জুরুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ছাত্র নেতা মোহাম্মদ হাসান, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বিকাশ নন্দী, অঞ্জন চৌধুরী, মিলন কান্তি চৌধুরী, প্রধান শিক্ষক (অবঃ) অমর নাথ চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো.এনামুল হক প্রমূখ।