দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নির্বাচন। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলের সমর্থন চাইলেও শেষ পর্যন্ত দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনে রাঙ্গুনিয়ায় সমর্থন পেয়েছেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। সোমবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এমনকি রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা ইতিপূর্বে যৌথ স্বাক্ষরে তাকে সমর্থন জানান।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোনাফ সিকদার। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীশাহ্, ইদ্রিস আজগর, নজরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, কাউছার নূর লিটন, ইউপি চেয়ারম্যান একতেকার হোসেন, মুজিবুল হক হিরু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাতুল ইসলাম, আব্দুর রউফ মাষ্টার, আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।
উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ প্রমুখ।