এবার ২৪ পিস (প্রায় ৩ কেজি) স্বর্ণবারসহ হাটহাজারীর এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা বিভাগ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আতিক উল্লাহ(৪৩)।
বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭:২৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউন্জ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আতিক উল্লাহ (পাসপোর্ট নং: EA-0075457)। এয়ার এরাবিয়ার G9-522 ফ্লাইট যোগে শারজাহ হতে সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়। পরে সে সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিল। এদিকে গোপন তথ্যের ভিক্তিতে এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউন্জে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৪ টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ২,০১,৬০,০০০/- এবং স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৮,৫০,০০০/- টাকা।
চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানিযেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আটককৃতের বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, এর আগে গত মাসের ২০ মার্চ বৃহস্পতিবার সকাল আটটার দিকেও দুবাই থেকে আসা হাটহাজারীর মো.জিয়া উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে ৩ কেজি ৭৩২ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বারসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছিলো কাস্টমস গোয়েন্দারা।