চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর পাওয়া গেল জেলে জগদীশ দাশের(৬৪) মরদেহ। শুক্রবার (১৯ মে) সকাল ৭ টার দিকে বেতাগী বারইপাড়া এলাকা থেকে স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে।
এর আগে বুধবার দুপুরের দিকে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজারের পাশে নদীতে মাছ ধরার জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি। জগদীশ রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ড়ের বাচাশাহ নগর মহত্তরখীল পাড়া গ্রামের মৃত শশিন্দ্ররের ছেলে।