বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও গুনী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের আব্দুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তনে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কুদ্দুসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অছি উদ্দিন ও মোঃ ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, পরিচালনা পরিষদের সদস্য মোঃ সফিউল আজম চৌধুরী।
গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দ যথাক্রমে সৈয়দ আবুল ফরাহ, আবু তালেব চৌধুরী, মুহম্মদ ফরিদুল আলম, রণজিৎ কুমার নাথ, মুহাম্মদ নুরুল আবছার শরীফ, মোঃ মফিজুল আনোয়ার, মো. এমরান হোসেন, আবুল ফয়েজ মোঃ মোস্তফা, আবুল হাশেম,আবুল কাশেম মোঃ মঈন উদ্দিন রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার আলম, সিনিয়র শিক্ষক রেজাউল করিম ও শিক্ষার্থী আইনুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন স্বাগত বণিক। বিদ্যালয়ের সাংস্কৃতিক স্কোয়াডের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সংবর্ধিত গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও পুস্পস্তবক প্রদান করেন।স্কাউট দলের সদস্যরা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের পুস্পস্তবক দিয়ে অর্পণ করেন।