কুমিরার খবরা খবর গ্রুপের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ‘২০২৪ কুমিরাস্থ অস্থায়ী কার্য্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সময়ের আলো সীতাকুণ্ড প্রতিনিধি মেজবাহ উদ্দীন খালেদ।
সোমবার রাতে প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাঈম ইসলাম এর সভাপতিত্বে ও এডমিন মো: রমিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন, কুমিরার খবরা খবর এর এডমিন ও দৈনিক লাখোকন্ঠ সীতাকুণ্ড প্রতিনিধি মো:সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাধারার সীতাকুণ্ড প্রতিনিধি মো:জয়নাল আবেদিন,বেসিক ফাউন্ডেশনের পরিচালক মো:জাহিদ,মি. লিজেন্ড এর মো: হেলাল উদ্দিন ,মানবতা ফাউন্ডেশনের নাজিম,আমজাদ ও শাকিল সহ প্রমুখ