চট্টগ্রামের হাটহাজারীতে শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ-এমপি বলেছেন, বিএনপি দিনের বেলা পদযাত্রা, রাতের বেলায় বিভিন্ন দূতাবাসে গিয়ে কূটনীতিকদের পদলেহন করা এবং হাতে-পায়ে ধরা। তাদের মনে রাখা দরকার, এই দেশে কোন কূটনীতিক কাউকে ক্ষমতায় বসাতে পারে নাই এবং কাউকে বসাতেও পারবে না। এদেশে ক্ষমতার মালিক জনগণ, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব সময় জনতার ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও জনগণের ভোট নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশে জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ শামীম।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
সাবেক ছাত্রনেতা সাইদুল হক সুমন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মোহাম্মদ আলী, ইউনুস গণি চৌধুরী, জসিম উদ্দিন শাহ, মঞ্জুরুল আলম মঞ্জু, জাফর আহমেদ, এস এম রাশেদুল আলম, দিদারুল আলম, শওকতুল আলম, সেলিম উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, নুরুল আলম বাশেক , আবুল লাইস, সরওয়ার মোর্শাদ তালুকদার, রাশেদুল ইসলাম রাসেল, জয়নাল আবেদীন, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, তানভীর হোসেন তপু ও রেজাউল করিম প্রমূখ।