চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো. আব্দুল্লাহ আল মামুনকে (৩০) ১৮ গণ ফুট সেগুন কাট সহ আটক করেছে বন বিভাগ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়।
এই সময় আটকৃত গাছ জব্দ করে বন বিভাগ। ইউপি সদস্য মামুন মেম্বারকে পুলিশের কাছে সোপর্দ করে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ।
রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, কথিত মামুন মেম্বারকে চোরাই সেগুন গাছ সহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। জব্দকৃত গাছের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বনবিভাগের লোকজন মামুন মেম্বারকে থানায় নিয়ে আসছে। তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।