হাটহাজারীর মুহাম্মাদ আলী প্রকাশ বাচা (৩৫) ও আবদুল মোতালেব লেদু মিয়া (৪৫) নামের দুই ব্যাক্তি জীবিকার সন্ধানে গিয়ে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা উভয়ই মৌসুমি ফল ব্যবসায়ী।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে মানিকছড়ির গাড়িটানা নামক স্হানে কভার্ডভ্যান ও সিএনজি টেক্সির মুখামুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোরের দিকে হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাসিমনগর গ্রামের রাজা বাড়ির মরহুম হাজী বাদশা মিয়ার পুত্র সিএনজি চালক লেদু মিয়া ও একই ওয়ার্ডের উত্তর পাহাড়তলী আবাসন প্রকল্পের মরহুম মাহবুল আলমের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মুহাম্মাদ আলী প্রকাশ বাচা দুইজন পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি তিনটেইরী বাজার থেকে মৌসুমি ফল আনতে যায়। তারা ব্যবসার জন্য সবজি ক্রয় করে নিজ এলাকা সরকারহাট বাজারে ফিরছিল। পথিমধ্যে গাড়ি টানানামক স্হানে পৌঁছলে সবজি বহনকারী সিএনজি টেক্সির সাথে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দূর্ঘটনায় সিএনজি টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি টেক্সিটি জব্দ করে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করেন।
সড়ক দুর্ঘটনায় মির্জাপুর ইউনিয়নের হাসিমনগর গ্রামের দুই ব্যাক্তির মাটিকছড়িতে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ১নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আবুল হাসেম জানান, ‘তারা উভয়ই ২ সন্তানের পিতা। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিলো। দীর্ঘদিন ধরে তারা দুজন পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন ফলমুল,সবজি ক্রয় করে এনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলো। আমি এখন (বেলা তিনটা) মানিকছড়ি থানায় অবস্থান করছি। পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করেছে। ময়নাতদন্তের পর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”