দ্বাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক চবি ছাত্রনেতা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির হায়দার করিম (বাবুল) হাটহাজারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রেস ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ বহু বছর ধরে দলের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়েছি,দলীয় হাইকমান্ডের নির্দেশ মেনে চলে আসছি। আমার দলের নেতাকর্মীরা চেয়েছেন আমি যেন নির্বাচনে আসি। তাদের অনুরোধে এবারও আমি নির্বাচনে এসেছি। বিভিন্ন সময় কিছু চাপ থাকলেও আমি মনে করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি (সাবেক) জিয়া, (সাবেক) কার্যকরী সদস্য তানবির হোসেন, কামাল, জসিম, আবু তৈয়ব, মো.সোলায়মান, শুক্কুরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন
উল্লেখ্য, আওয়ামী লীগ এবার প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর কৌশল নেওয়ায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী (কেটলি প্রতীক) এবং সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দার করিম বাবুল (ঈগল প্রতীক)।