বুধবার (০৭ জুন) নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নস্থ মাঝিরকান্দা মৌজায় মাঝিরকান্দা বাস্ট্যান্ড সংলগ্ন ১ নং খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
দোহার উপজেলার মোঃ কামাল হোসেন এবং মোঃ ফারুক সরকারি জমি দখল করে এই কাজ করছিলেন।
স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আঃ হালিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাপ দেখে সরকারি জমি ও ব্যক্তি মালিকানা জমি নির্ধারণ করে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে অপসারণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আঃ হালিম বলেন, মোট জমির পরিমাণ ০৫ শতাংশ যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। সরকারি জমি উদ্ধার করে সংরক্ষণ করা হয়েছে এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলায় সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।