চট্টগ্রাম 8:42 am, Sunday, 8 September 2024

নবাবগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করেন। সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বাগমারা কোর্ট বিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

এসময়ে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এনেছি তাই আমাদেরই স্বাধীনতা রক্ষা করতে হবে। এখন দেশের কোথাও যেন দুর্নীতি না হয় সেজন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। যেখানেই দুর্নীতি দেখবেন সেখানেই প্রতিরোধ করবেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে তুলসিখালী ব্রিজ থেকে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন এ টোল আদায় বন্ধ করা হোক। টোল বন্ধ করতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আমরা প্রস্তাব করেছি এবং গণস্বাক্ষর নিয়ে ইউএনও বরাবর আবেদন করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

নবাবগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি

Update Time : 09:57:42 pm, Wednesday, 14 August 2024

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করেন। সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বাগমারা কোর্ট বিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

এসময়ে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এনেছি তাই আমাদেরই স্বাধীনতা রক্ষা করতে হবে। এখন দেশের কোথাও যেন দুর্নীতি না হয় সেজন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। যেখানেই দুর্নীতি দেখবেন সেখানেই প্রতিরোধ করবেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে তুলসিখালী ব্রিজ থেকে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন এ টোল আদায় বন্ধ করা হোক। টোল বন্ধ করতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আমরা প্রস্তাব করেছি এবং গণস্বাক্ষর নিয়ে ইউএনও বরাবর আবেদন করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।