২৬ নভেম্বর প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে দেশের সার্বিক ফলাফল তুলে দেন। সার্বিক ফলাফলে দেশের গড় পাসের হার ৭৮.৬৪%। সার্বিক ফলাফলে গতবারের তুলনায় ফলাফল এবছর পাসের হার এবং জিপিএ-৫ কমেছে প্রায় প্রত্যেক বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। দোহার-নবাবগঞ্জে ও পরেছে সেই প্রভাব।
দোহার-নবাবগঞ্জে যে প্রতিষ্ঠান গুলো ভাল করেছে তাদের মধ্যে বরাবরের মতো সেরা হয়েছে সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, যাদের পাসের হার ৯৭.২০% এবং জিপি-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী, কিছুদিন আগেও প্রতিষ্ঠানটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সালমান ফজলুর রহমান এম.পি’র হাত থেকে পুরস্কার গ্রহণ করে । সেরা ৩টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ না পেলেও ৮৮.৪৬ % পাসের হার নিয়ে ২য় সেরা প্রতিষ্ঠান হয়েছে বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজ। একটি জিপিএ-৫ নিয়ে ৩য় সেরা অবস্থানে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ যাদের পাসের হার ৮৬.৪০%, অত্র কলেজটি প্রতিনিয়ত ভাল ফলাফল করছে। দোহারে অন্যান্য কলেজ গুলোর মধ্যে পদ্মা সরকারি কলেজ ২টি জিপিএ-৫ নিয়ে পাসের হার ৬৪.৪৩%, জয়পাড়া কলেজে ১টি জিপিএ-৫ সহ পাসের হার ৫৭.৩৬%, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজে ৪টি জিপিএ-৫ সহ পাসের হার ৬৬.২১%,বেগম আয়েশা পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজ পাসের হার ৫৯.৭৬% । দোহারে একেবারে নতুন প্রতিষ্ঠান কোঠাবাড়ি ডিগ্রি কলেজের পাসের হার ২৩.৮১%।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় সর্ববৃহৎ দোহার-নবাবগঞ্জ কলেজ(ডিএন কলেজ) ১১ টি জিপিএ-৫ সহ পাসের হার ৮০.৮৫%, ইছামতি ডিগ্রি কলেজ ৩টি জিপিএ ৫ সহ পাসের হার, ৭৫%, যা বিগত বছরগুলোর তুলনায় কলেজটিকে এগিয়ে রেখেছে। নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২টি জিপিএ ৫ সহ পাসের হার ৮১.১০%, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১টি জিপিএ ৫ সহ পাসের হার ৬৫.৯৭%, পিকেবি স্কুল এন্ড কলেজ পাসের হার ৪৪.৭৪% কোন জিপিএ ৫ নেই।