হাটহাজারী বাজারের স্বনামধন্য ব্যবসায়ী বাস স্ট্যান্ড এলাকার কলা বাগানস্থ পাওয়ার নেট ও শাফায়েত এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধীকারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং হাটহাজারী উলামা পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল মাবুদ (৩৫) কে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নেয়ার প্রায় ৬০ ঘন্টা পর ডিবি পুলিশ কার্যালয়ে খোঁজ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ মে) বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গ্রেফতার হওয়া হাফেজ আবদুল মাবুদ জঙ্গি নয় বলেও জানিয়েছেন।
অন্য দিকে চট্টগ্রাম উত্তর বিভাগ ডিবি পুলিশের এডিসি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্রশাসনের একটি বিশেষ ব্রাঞ্চ হাটহাজারী এবং সাতকানিয়া থেকে দুইজন জঙ্গিকে গ্রেফতার করেছেন বলে স্বীকার করেছেন।
জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়ন ৫নং ওয়ার্ডস্থ পজারী তালুকদার বাড়ির মৃত আব্দুস সালামের পুত্র হাফেজ আব্দুল মাবুদকে অস্ত্র শস্ত্রে সজ্জিত আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে সাদা পোশাকে নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে যায়। এর পর থেকে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। পরে গতকাল সোমবার রাতে হাটহাজারী সদরের একটি কনফারেন্স হলে হাফেজ আব্দুল মাবুদের সন্ধান চেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা, হাটহাজারী উলামা পরিষদ ও পরিবারবর্গের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। তার একদিন পর
জানা যায় সেই হাফেজ আব্দুল মাবুদ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং নগরীর মনসুরাবাদ ডিবি পুলিশ কার্যালয়ে তার পরিবারকে যাওয়ার জন্যও বলেছেন ডিবি পুলিশ ।
হাটহাজারী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) নুরুল আলম জানান, হেফাজত ইসলামের কোনো নেতার নিখোঁজের বিষয়ে কিছুই জানেন না এবং এ বিষয়ে কোনো অভিযোগ কিংবা জিডিও কেউ করেননি। তবে গতকাল সোমবার রাতে দুইজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।