স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগ এর উদ্যােগে ছাত্র-ছাত্রী মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “অসমাপ্ত আত্মজীবনী ” গ্রন্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জনাবা সুরাইয়া বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, সীতাকুণ্ড পৌরসভা মহিলা কাউন্সিলর (১,২,৩) জনাবা আনোয়ার বেগম, মুরাদপুর ইউনিয়ন পরিষদ এর মহিলা সদস্য (৭,৮,৯) জনাবা রিজিয়া বেগম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি,রিপন মাহমুদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, আমির হোসেন মুন্না, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার শাকিল, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো সাদমান।
আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো তানভীর, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সহ সম্পাদক মো ওমর ফারুক, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ভূঁইয়া সামি আল মুজতবা শুভ।