চট্টগ্রাম 6:10 pm, Wednesday, 9 October 2024

বিএনপি’র রোডমার্চে বাবার ছবি দেখে ছাত্রলীগ নেতার বিষপান

বিএনপির রোডমার্চে অংশ নেয়া বাবার ছবি দেখে নিরব ইমন (২২) নামে রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পন্ডিত বাড়ির নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার পিতার নাম মোহাম্মদ জহির (৪৫)।

তিনি পোমরা ইউনিয়ন যুবদলের সহ সভাপতির দায়িত্বে আছেন। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন, এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে ছিলেন ছাত্রলীগ নেতা নিরব ইমনও।

এ সময় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে তার বাবার অংশ নেওয়ার একটি ছবি দেখতে পেয়ে তাকে ফেসবুক ম্যাসাঞ্জারে লাল চিহ্ন দিয়ে পাঠান তার সহকর্মী অন্য এক ছাত্রলীগ নেতা। এমনকি এটি তাদের ম্যাসাঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছিলো।

ছাত্রলীগ নেতা নিরব ইমন বাবার ছবিটি দেখে ক্ষুব্দ হয়ে বাড়িতে ছুটে যান এবং এই নিয়ে পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করেন। একপর্যায়ে ক্ষুব্দ হয়ে বিষপান করে বসেন ছাত্রলীগ নেতা নিরব ইমন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে তাকে ভর্তি করানো হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয় দিপ নন্দী বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, নিরব ইমন নামে একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়েছিলো। তাকে প্রাথমিক ওয়াশ করে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তার বাবা মোহাম্মদ জহির বলেন, আমি ছিলাম শহরে। ঘরে কি হয়েছে জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।

তার স্বজন পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, “ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাতো ভাই৷ সে বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সাথে তার কথাবার্তা হতো না। তবে ইমন তার বাবাকে প্রায় সময় বিএনপির রাজনীতি থেকে বিরত থাকতে বলতেন। এরপরও তার বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এই ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।”

চট্টগ্রাম মেডিক্যালে ইমনকে নিয়ে যাওয়া তার চাচা মো. পারভেজ বলেন, “মেডিক্যালে আনার পর তাকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিন ঘন্টা পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ১৬২টি পূজামণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর, নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা

বিএনপি’র রোডমার্চে বাবার ছবি দেখে ছাত্রলীগ নেতার বিষপান

Update Time : 09:55:31 pm, Thursday, 5 October 2023

বিএনপির রোডমার্চে অংশ নেয়া বাবার ছবি দেখে নিরব ইমন (২২) নামে রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পন্ডিত বাড়ির নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার পিতার নাম মোহাম্মদ জহির (৪৫)।

তিনি পোমরা ইউনিয়ন যুবদলের সহ সভাপতির দায়িত্বে আছেন। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন, এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে ছিলেন ছাত্রলীগ নেতা নিরব ইমনও।

এ সময় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে তার বাবার অংশ নেওয়ার একটি ছবি দেখতে পেয়ে তাকে ফেসবুক ম্যাসাঞ্জারে লাল চিহ্ন দিয়ে পাঠান তার সহকর্মী অন্য এক ছাত্রলীগ নেতা। এমনকি এটি তাদের ম্যাসাঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছিলো।

ছাত্রলীগ নেতা নিরব ইমন বাবার ছবিটি দেখে ক্ষুব্দ হয়ে বাড়িতে ছুটে যান এবং এই নিয়ে পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করেন। একপর্যায়ে ক্ষুব্দ হয়ে বিষপান করে বসেন ছাত্রলীগ নেতা নিরব ইমন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে তাকে ভর্তি করানো হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয় দিপ নন্দী বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, নিরব ইমন নামে একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়েছিলো। তাকে প্রাথমিক ওয়াশ করে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তার বাবা মোহাম্মদ জহির বলেন, আমি ছিলাম শহরে। ঘরে কি হয়েছে জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।

তার স্বজন পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, “ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাতো ভাই৷ সে বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সাথে তার কথাবার্তা হতো না। তবে ইমন তার বাবাকে প্রায় সময় বিএনপির রাজনীতি থেকে বিরত থাকতে বলতেন। এরপরও তার বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এই ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।”

চট্টগ্রাম মেডিক্যালে ইমনকে নিয়ে যাওয়া তার চাচা মো. পারভেজ বলেন, “মেডিক্যালে আনার পর তাকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিন ঘন্টা পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।