বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শোভাযাত্রাটি হাটহাজারী ডাকবাংলো থেকে শুরু হয়ে মিরেরহাট গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘আজকে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ ৪৫ বছর হয়েছে। বিএনপি এদেশের সাধারণ মানুষের মুক্তির আন্দোলন করে যাচ্ছে। আজকের শোভাযাত্রা থেকে বুঝা যায় বিএনপি গণমানুষের দল, আমরা এদেশের শ্রমজীবী মানুষের রাজনীতি করি কিন্তু আওয়ামী লীগ সরকার যতোবারই ক্ষমতায় এসেছে ততোবারই লুটেরারর ও মাফিয়ার রাজনীতি করেছেন। সাধারন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করছে, দেশের অর্থনীতি লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে, রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উক্ত শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেল এর সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন। সকাল থেকে হাটহাজারীতে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। নেতাকর্মীরা জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, বিভিন্ন রংবেরং ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে হাটহাজারীর জনপদ উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।
এতে অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শওকত আযম খাজা, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল শুক্কুর, মো. আইয়ুব খাঁন, মো. ইলিয়াস চৌধুরী, মো. রহমতুল্লাহ মেম্বার, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মো. ওসমান গনি, মোহাম্মদ ইসমাইল, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, এডভোকেট রিয়াদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, জিএম সাইফুল ইসলাম, পৌরসভা যুবদলের আহবায়ক মির্জা এমদাদ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. আজিম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক মো. কামাল, মোঃ এরশাদ মির্জা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তালুকদার, ইলিয়াস মেহেদী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, এমরান চৌধুরী, সদস্য সচিব আব্দুল মুবিন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব শাহেদ খাঁন, আরেফিন সাইফুল সহ প্রমুখ।