বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজ বুধবার (২১ফেব্রুয়ারি) সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম সেমিফাইনাল টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ৬ নং ওয়ার্ড ফুটবল দল।
খেলায় গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে নির্ধারণ হয় ফলাফল, এতে তিনটি বল জালে জড়াতে সক্ষম হয় ৬ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। পক্ষান্তরে ২নং ওয়ার্ডের একজন খেলোয়াড় বল জালে জড়াতে না পারায় ফলাফল ৩-২ দাঁড়ায়।
খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা পুরস্কার নিজের দখলে রাখেন ২ নং ওয়ার্ডের গোলরক্ষক রবিউল।
রবিউলকে শতরঙ ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন সীতাকুণ্ডের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জুয়েল স্বত্বাধিকারী মোহাম্মদী এন্টারপারাইজ ও ডাক্তার মানিক চন্দ্র।