সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনসহ পশু ও প্রানীকুল। এক পশলা বৃষ্টির আশায় অধির আগ্রহে রয়েছে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করলেন হাটহাজারীর মুসুল্লি ও মাদ্রাসার ছাত্ররা।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ সালাতুল ইসতিকাসকার নামাজ আদায় করা হয়।
নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং দেশব্যাপী চলমান তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দেয়া প্রার্থনা করা হয়।
হাটহাজারী ওলামা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইসতিকাসকার নামাজে আগত মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দারু্ল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আল্লাহমা কিফায়াতুল্লাহ দা.বা.। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি তীব্র তাপদাহের কথা উল্লেখ করে মুসুল্লীরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বিপদ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ নামাজে অংশ নেন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ দিদার কাসেমী, হেফাজত ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলার যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস,সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, সাধারণ সম্পাদক এমরান সিকদার, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, পৌরসভার সভাপতি জাহাঙ্গীর মেহেদী, সাধারণ সম্পাদক মো.নুর মোহাম্মদসহ দূর দুরান্ত থেকে আগত ও স্থানীয় জনসাধারণ।
এদিকে সাদাকাহ্’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে তীব্র গরমে দূর দুরান্ত থেকে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ঠান্ডা মিনারেল ওয়াটার বিতরণ করেন।