চট্টগ্রাম 7:26 pm, Wednesday, 4 December 2024

বেপরোয়া চাঁদের গাড়ি : রাঙ্গুনিয়ায় দুইদিনের ব্যবধানে সাংবাদিকদের পর ভ্যান চালকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেপরোয়া চাঁদের গাড়ির (জীপ) ধাক্কায় সাংবাদিকের পর এবার প্রাণ হারালেন ভ্যান চালক। সোমবার (০১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম আবদুল কুদ্দুস(৪০)। সে চুন্নুর টেক এলাকার মৃত হাফিজুর রহমানের পুত্র।

জানা যায়, নিহত আবদুল কুদ্দুস ভ্যানের ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে দুটি ইটবোঝাই চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে ভ্যানচালককে মেরে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা চালক ও গাড়িটিকে আটক করে। তবে স্থানীয়ভাবেই ঘটনাটি সুরহা করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শাহেদ। একইদিন বিকাল ৩টায় নিহতের জানাজা সম্পন্ন হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আমরা ঘটনাটি জেনেছি নিহতের লাশ দাপন করার পর। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় না জানিয়ে যদি স্থানীয়ভাবে সুরহা করে পেলেন তাহলে আমরা কি বা করবো। এরপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় মোটরসাইকেল আরোহী দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি মো. ইমরান হোসেনকে জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একের পর এক বেপরোয়া চাঁদের গাড়ি দূর্ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বেপরোয়া চাঁদের গাড়ি : রাঙ্গুনিয়ায় দুইদিনের ব্যবধানে সাংবাদিকদের পর ভ্যান চালকের মৃত্যু

Update Time : 04:13:08 pm, Monday, 1 January 2024

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেপরোয়া চাঁদের গাড়ির (জীপ) ধাক্কায় সাংবাদিকের পর এবার প্রাণ হারালেন ভ্যান চালক। সোমবার (০১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম আবদুল কুদ্দুস(৪০)। সে চুন্নুর টেক এলাকার মৃত হাফিজুর রহমানের পুত্র।

জানা যায়, নিহত আবদুল কুদ্দুস ভ্যানের ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে দুটি ইটবোঝাই চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে ভ্যানচালককে মেরে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা চালক ও গাড়িটিকে আটক করে। তবে স্থানীয়ভাবেই ঘটনাটি সুরহা করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শাহেদ। একইদিন বিকাল ৩টায় নিহতের জানাজা সম্পন্ন হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আমরা ঘটনাটি জেনেছি নিহতের লাশ দাপন করার পর। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় না জানিয়ে যদি স্থানীয়ভাবে সুরহা করে পেলেন তাহলে আমরা কি বা করবো। এরপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় মোটরসাইকেল আরোহী দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি মো. ইমরান হোসেনকে জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একের পর এক বেপরোয়া চাঁদের গাড়ি দূর্ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।