হাটহাজারীতে মাতৃদুগ্ধের বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭, মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কর্মশালার আয়োজন করেন।
এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি (গোয়েন্দা) সৈয়দ ওমর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ (অতিরিক্ত দায়িত্ব) ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু কনসালটেন্ট রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খাঁন। মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মাশুকুর রহমান।