সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে মাতৃভূমি সামাজিক সংগঠন। শনিবার (১৯ নভেম্বর) ইপসা এইচ আর ডি সি’র বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম অংশে মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় ও উন্নয়ন সংগঠক মোঃ শাহ সুলতান শামীমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দৈনিক আজাদীর চীপ রিপোর্টার মো. হাসান আকবর, প্রধান অতিথি হিসেবে ছিলেন ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাস, রেডিও সাগর গিরির ষ্টেনশ ম্যানেজার সঞ্চয় চৌধুরী৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভূমির যুগ্ম সাধারণ সম্পাদক রকি দাশ৷
কর্মশালার দ্বিতীয় অংশে মাতৃভূমির সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় ও সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর খালেদ মোশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক উপচার্য ড. মো. ফসিউল আলম, সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক সুনীল বন্ধু নাথ, কবি ও সাহিত্যক দেবাশীষ ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গল্পকার শোয়াইব মাহমুদ,ইপসার সিনিয়র অফিসার নিয়াজ মোর্শেদ, রকি দশা ও শিপলু দাশ প্রমুখ৷
নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন শেষে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান সকল সংগঠন সদস্যদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন এবং সকলের উদ্দেশ্য বলেন, শুধু সংগঠন করলে হবে না, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দেশের জন্য যোগ্য করে তুলতে হবে। তোমরাই হলে আগামীর বাংলাদেশ, তোমাদের চোখে আমরা দেখতে চাই একটি মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক বাংলাদেশ। যার যোগ্য নেতৃত্বে থাকবে তোমরা।