চট্টগ্রাম 7:33 am, Friday, 20 June 2025

মানুষকে নৈতিক আখলাকে ফিরিয়ে আনতে হবে : ড.আ.ফ.ম. খালিদ হোসাইন

আজ ৯ এপ্রিল, রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে চট্টলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, বাংলাদেশের রাজনীতি আজ পথ হারিয়েছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মাঝে নূন্যতম আস্থা ও বিশ্বাস নেই। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ অবস্থার পরিবর্তন দরকার। আমরা দেশের জন্যে মানুষের জন্যে কল্যাণের রাজনীতি করি। আমরা সৌহার্দ ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, মানুষের চরিত্র পরিবর্তন জরুরী, চরিত্র পরিবর্তন না হলে শুধু পোষাকী পরিবর্তন দিয়ে মানুষের মাঝে সভ্যতা আসবেনা। আখলাক বা চারিত্রিক অধঃপতনের কারণে দেশ দুর্নীতিগ্রস্ত। দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব চলছে। এখান পরিত্রাণ পেতে আমরা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ভালো নেতৃত্ব তৈরি করতে হবে তাহলেই দেশে শান্তি ফিরে পাবো। তিনি বলেন, আমি আমাদের নেতাকর্মীদেরকে বিশেষভাবে আহবান করব, আপনারা চট্টলার মানুষের হৃদয় জয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন।
ইসলামী আন্দোলনের প্রতি, হাতপাখার প্রতি মানুষের মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে আসন্ন নির্বাচনগুলোতে তার প্রতিফলন ঘটান।

তিনি চট্টলার শান্তিকামী মানুষের কাছে ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমোনাইর সাথে একাত্মতা প্রকাশ করে দীন বিজয়ের এ কাফেলায় শরিক হোন।

জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী তার বক্তব্যে বলেন, চট্টলার মানুষ দেশপ্রেমিক এবং সাহসী।

তিনি বলেন আমরা কতটুকু যোগ্য সম্মানিত সাধারণ জনতা বিবেচনা করবেন। তবে আমাদের নেতাকর্মীগণ অন্যদের চেয়ে ভালো এবং সবার জন্য নিরাপদ। অতএব, চট্টলার ভালো মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। চট্টলার ভালো মানুষগুলো যদি আজকে ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজবিরোধী, দুর্নীতিবাজ এবং ভোট ডাকাতরা তাদের অপকর্ম করার সাহস পাবে না।

তিনি বলেন, চট্টলার ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী শক্তি আজ ঐক্যবদ্ধ। অতএব পাশাপাশি সমাজের ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হলে দেশে আগামীতে ভালো মানুষের বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ। দেশের মানুষ আগামীতে উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা করছেন। তিনি স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকগণকে ইনসাফ বজায় রাখার আহ্বান জানান।

চট্টলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী এর সভাপতিত্বে মাও. জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই ওলামাদের মুরুব্বী, জামালপুর মাদ্রাসার পরিচালক মাও. মকসুদ আহমদ, আরো বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়েখ আ’ইম্মা পরিষদের সভাপতি মাও. ইব্রাহীম আল-হাসান, জেলা আন্দোলনের সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. রেজাউল করীম, দীনি সংগঠনের জেলা সদর মাও. ইব্রাহীম খলিল, জেলা দপ্তর সম্পাদক মাও. হাফেজ ওমর ফারুক ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নয়দুয়ারিয়া মাদরাসার মুহতামিম মাও. জাফর উল্লাহ নিজামী, জেলা আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা মাঈনুদ্দীন আরিফ, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুর রহমান, সহ-প্রশিক্ষন সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ রাজু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালিদ হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. ফয়জুল কবির পারভেজ, জেলা যুব আন্দোলনের সভাপতি মহি উদ্দিন নিজামী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা জাবের আল-হাসান, এবং বিভিন্ন থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে বিএনপি’র অবস্থান কর্মসূচী

মানুষকে নৈতিক আখলাকে ফিরিয়ে আনতে হবে : ড.আ.ফ.ম. খালিদ হোসাইন

Update Time : 04:31:02 pm, Tuesday, 11 April 2023

আজ ৯ এপ্রিল, রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে চট্টলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, বাংলাদেশের রাজনীতি আজ পথ হারিয়েছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মাঝে নূন্যতম আস্থা ও বিশ্বাস নেই। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ অবস্থার পরিবর্তন দরকার। আমরা দেশের জন্যে মানুষের জন্যে কল্যাণের রাজনীতি করি। আমরা সৌহার্দ ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, মানুষের চরিত্র পরিবর্তন জরুরী, চরিত্র পরিবর্তন না হলে শুধু পোষাকী পরিবর্তন দিয়ে মানুষের মাঝে সভ্যতা আসবেনা। আখলাক বা চারিত্রিক অধঃপতনের কারণে দেশ দুর্নীতিগ্রস্ত। দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব চলছে। এখান পরিত্রাণ পেতে আমরা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ভালো নেতৃত্ব তৈরি করতে হবে তাহলেই দেশে শান্তি ফিরে পাবো। তিনি বলেন, আমি আমাদের নেতাকর্মীদেরকে বিশেষভাবে আহবান করব, আপনারা চট্টলার মানুষের হৃদয় জয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন।
ইসলামী আন্দোলনের প্রতি, হাতপাখার প্রতি মানুষের মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে আসন্ন নির্বাচনগুলোতে তার প্রতিফলন ঘটান।

তিনি চট্টলার শান্তিকামী মানুষের কাছে ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমোনাইর সাথে একাত্মতা প্রকাশ করে দীন বিজয়ের এ কাফেলায় শরিক হোন।

জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী তার বক্তব্যে বলেন, চট্টলার মানুষ দেশপ্রেমিক এবং সাহসী।

তিনি বলেন আমরা কতটুকু যোগ্য সম্মানিত সাধারণ জনতা বিবেচনা করবেন। তবে আমাদের নেতাকর্মীগণ অন্যদের চেয়ে ভালো এবং সবার জন্য নিরাপদ। অতএব, চট্টলার ভালো মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। চট্টলার ভালো মানুষগুলো যদি আজকে ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজবিরোধী, দুর্নীতিবাজ এবং ভোট ডাকাতরা তাদের অপকর্ম করার সাহস পাবে না।

তিনি বলেন, চট্টলার ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী শক্তি আজ ঐক্যবদ্ধ। অতএব পাশাপাশি সমাজের ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হলে দেশে আগামীতে ভালো মানুষের বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ। দেশের মানুষ আগামীতে উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা করছেন। তিনি স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকগণকে ইনসাফ বজায় রাখার আহ্বান জানান।

চট্টলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী এর সভাপতিত্বে মাও. জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই ওলামাদের মুরুব্বী, জামালপুর মাদ্রাসার পরিচালক মাও. মকসুদ আহমদ, আরো বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়েখ আ’ইম্মা পরিষদের সভাপতি মাও. ইব্রাহীম আল-হাসান, জেলা আন্দোলনের সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. রেজাউল করীম, দীনি সংগঠনের জেলা সদর মাও. ইব্রাহীম খলিল, জেলা দপ্তর সম্পাদক মাও. হাফেজ ওমর ফারুক ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নয়দুয়ারিয়া মাদরাসার মুহতামিম মাও. জাফর উল্লাহ নিজামী, জেলা আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা মাঈনুদ্দীন আরিফ, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুর রহমান, সহ-প্রশিক্ষন সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ রাজু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালিদ হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. ফয়জুল কবির পারভেজ, জেলা যুব আন্দোলনের সভাপতি মহি উদ্দিন নিজামী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা জাবের আল-হাসান, এবং বিভিন্ন থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।