চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২২ নং খৈইয়াছরা ইউনিয়নের কলঘর এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, সীতাকুন্ড উপজেলার খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল রাজু (২৫), রফিকুল ইসলামের ছেলে মো. ইকবাল হোসেন (২৭), আব্দুল হান্নানের ছেলে সাজ্জাদ হোসেন(১৯), আবুল কালামের ছেলে আল আমিন প্রঃ আব্বাছ (২২) । তারা মিরসরাইয়ের চিহ্নিত ডাকাত ইমরান ও রুবেল এর নেতৃত্বে আরো ৫-৬ জনের সহযোগিতায় ডাকাতি করার জন্য ঘটনাস্থলে জোড় হয়। বিজ্ঞাপন এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান , ২ রাউন্ড গুলি, লোহার তৈরী নিরেট পাইপ, লোহার রড, চুরি, ১টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি সহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলঘর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতর করা হয়েছে। এই সময় মিরসরাইয়ের চিহ্নিত ডাকাত ইমরান ও রুবেল সহ আরো ৫-৬ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ডাকাতদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে