মিরসরাইয়ে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা য় উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ৫৫০টি পরিবারের মাঝে এসব মশারি বিতরণ করা হয়েছে।
এসময় ব্র্যাকের উপজেলা ফিল্ড অর্গানাইজার (এফ ও) মো. মোরশেদুল আলম, এস কে নাছিমা আক্তার, এস এস রোজিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার স্বেচ্ছাসেবক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মো. মোরশেদুল আলম বলেন, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ সম্পন্ন করা হবে। মঙ্গলবার ব্র্যাকের সহযোগিতায় ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের ৫৫০টি পরিবারকে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়েছে। বিতরণ করা এসব মশারি কীটনাশকযুক্ত হওয়ায় সহজে মশা ধ্বংস করতে পারে।