চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্য্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন। আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আফছার চেয়ারম্যান এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত আকবর সোহাগের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম লতিফী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোহাম্মদ জসিম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামশেদ আলম কমিশনার, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, নুরুল আলম কমান্ডার, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হোসেন ভূ্ইঁয়া, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুর রহমান চৌধুরী নশু, ইছাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান ভূঁইয়া, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মিরসরাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল আলম, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান।
চৌধুরী তপন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর হোসেন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি একেএম শামসুল হক খানসাব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনি, সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, উপজেলা জাসাসের সভাপতি মির্জা মেশকাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশকে প্রতিবেশী একটি দেশের হাতে তুলে দিয়ে অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ছিলো। বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বুঝতে পেরে সিপাহী-জনতার রাজপথের মিছিল ও সেনাবাহিনীর বিপ্লবের মধ্য দিয়ে সেদিন ৭ নভেম্বর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিলো। সেদিন ছিলো বাংলাদেশের আরেকটি স্বাধীনতা। সেদিন যদি বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ স্বাধীনতা থাকতো না।’
গত ৫ আগষ্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগষ্ট বাংলাদেশ আবারো নতুন ভাবে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের গুম, খুন, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা পালিয়েছিলো। ৫ আগষ্টের যে সাধনা তাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ষড়যন্ত্র এখনো চলছে, ষড়যন্ত্র থেমে নেই। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তত্ত¡বধায়ক সরকারের মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মানুষের মতের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার পাবে, ভাতের অধিকার পাবে, নাগরিক অধিকার পাবে।’