মিরসরাইয়ে মিঠাছরা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রায় অর্ধ কোটি টাকার সাড়ে ৩ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদ্রাসার জায়গা থেকে দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদ উল্ল্যাহ খাঁন উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদ উল্ল্যাহ খাঁন বলেন, স্থানীয় প্রভাবশালী লুৎফুল হক, নুরুল আলম, ফারুক ইসলাম, শামিম চৌধুরী, কামাল উদ্দিন অবৈধভাবে মাদ্রাসার সাড়ে ৩ শতক জমির উপর দালান নির্মাণ করে দোকান বরাদ্দ দিয়ে ভাড়া আদায় করে আসছে। মাদ্রসার পক্ষ থেকে বার বার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। উপায় না পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সরনাপন্ন হলে জেলা প্রশাসক মমিনুর রহমান ১১ আগষ্ট ৫ অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারী করেন।
নোটিশ জারীর ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি বা ইমারত বুঝে নিয়ে জেলা প্রশাসক বারাবরে নিশ্চিত করার জন্য মিরসরাই সহকারী কমিশনার (ভ‚মি) কে নির্দেশ দেয়া হয়। নোটিশ জারীর ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কে নিয়োগ দেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদ্রাসার সম্পত্তি উদ্ধার করে।
মিরসরাই সহকারী কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসন থেকে বার বার নোটিশ করার পরও দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।