মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩টি করাতকলে অভিযান উক্ত করাতকল গুলোকে বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী দিনভর উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, সহকারী বন সংরক্ষক করেরহাট মোহাম্মদ হারুন উর রশিদ, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ।
এসময় লাইসেন্স না থাকায় মস্তান নগর এলাকার জাকির হোসেন করাত কলের মালিক জাকির হোসেনকে ৫ হাজার টাকা, চৈতন্যেরহাট খোকন স’মিল এন্ড ফার্ণিচার মার্টকে ১০ হাজার টাকা এবং ঠাকুরদিঘী নাছির উদ্দিন স’মিলকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উক্ত স’মিলের কিছু যন্ত্রাংশ খুলে নেয়াসহ স’মিল ৩টি বন্ধ ঘোষণা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচানাকারী মিরসরাই উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, লাইসেন্স বিহীন করাতকল চালানোর খবর পেয়ে বন বিভাগের সহায়তায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।