মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কে সিমেন্ট বোঝাই গাড়ি উল্টে ৬ ঘন্টা পাহাড়ী সড়কে তীব্র যানজট ছিলো। রবিবার (১১ মে) সকাল ৯ টা নাগাদ করেরহাট রামগড় সড়কের নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনার ঘটে।
এতে যাত্রীরা তীব্র গরমে চরম দুর্ভোগে পড়ে। পরে দুপুর ১২ টার দিকে গাড়িটি উদ্ধার করে সড়ক উম্মুক্ত করে করা হয়।
প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ মহাসড়কে এভাবে একটি গাড়ি পড়ে থাকা খুবই দুঃখজনক।
পুলিশের খামখেয়ালির কারণে মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিব্রত। পাহাড়ি সড়কে তীব্র গরমে যাত্রীরা মারাত্মক দুর্ভোগের শিকার হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, সিমেন্ট বোঝাই গাড়ি উল্টে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় গাড়ি উদ্ধার করে সড়ক উম্মুক্ত করা হয়।