।চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত জামিন পেয়েছে । মঙ্গলবার ( ২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাড. নুরুল করিম ইরফান।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান জানান, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তারুন্যেরে সমাবেশ শেষ করে বাড়ি যাওয়ার পথে ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহজী বাজারে ছাত্রলীগ কর্মীরা তার পথ রোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নুসরাতের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগিতা করেনি। বরং ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জের কাছে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় নুসরাতকে জেল হাজতে প্রেরণ করেছে। অবশেষে মঙ্গলবার সে ওই মামলায় জামিন পেয়েছে।