চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা (পদ্মফুল মার্কা ) উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন লিফলেট বিতরণ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা তার নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন। এমন অভিযোগে পদ্মফুল প্রতীকের প্রার্থী বিবি কুলসুমা চম্পাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরসরাই উপজেলা পরিষদের নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকায় প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। মাইকে বাজছে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে।
জানা যায়, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। তবে সবচাইতে বেশি আলোচনায় রয়েছে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমান ও কাপ-পিরিজের প্রার্থী ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।