মিরসরাইয়ে মো. জাহেদ হোসেন (২৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। জাহেদ মিরসরাই পৌরসভা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব। ১৮ জুন (শনিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার বলেন, জাহেদ হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধারায় ১০-১২ টি মামলা রয়েছে। গ্রেপ্তার জাহেদকে শনিবার বিকেলেই আদালতের মাধ্য কারাগারে পাঠানো হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহেদ হোসেনকে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামকে স্থিমিত করতে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।