বিজয়ের মাসে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মীরসরাই উপজেলা শাখার আয়োজনে ৫জন মুক্তিযোদ্ধাসহ ৯জনকে বিজয় একাত্তর সম্মাননা ও সেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে মীরসরাই’র উদ্যোগে মুক্তিযোদ্ধাসহ ৪শত জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।
জোরারগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চতুর্থ দিন রবিবার (২৫ ডিসেম্বর) রাতে আলোচনা সভায় আমুস মীরসরাই শাখার সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মিয়া মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেল, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ, জোরারগঞ্জ থানার ওসি মো. জাহিদ হোসান ও মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিউটের কর্মশালা বিষয়ক সমন্বয়ক জিলহাস উদ্দীন নিপুন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা ডাঃ জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মরহুম তোবারক হোসেন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এস.এম কামাল উদ্দিন বাবুল, আইনশৃঙ্খলায় ওসি মোঃ কবির হোসেন, সমাজসেবায় আবুল হোসেন বাবুল, সফল সংগঠক রেজাউল করিম মাস্টারকে বিজয় একাত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অপরদিকে সেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে মীরসরাই’র উদ্যোগে মুক্তিযোদ্ধাসহ ৪শত জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মীরসরাই’র সভাপতি রেজাউল রনি, সহসাধারণ সম্পাদক আরাফাত, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,অর্থ সম্পাদক ইমরান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আকাশ, কার্যকরি সদস্য ইশান,আশরাফ,রফিক, সহ কার্যকরি সদস্য সাজ্জাদ, রাফি ,তৌহিদ, পারবেজ, আরিফ, সাখাওয়াত, নুরউদ্দীন, রাকিব, শাহরিয়ার প্রমুখ।