চট্টগ্রাম 9:20 am, Tuesday, 3 December 2024

মীরসরাইয়ে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালায় শরৎ উৎসব অনুষ্ঠিত

ঋতুচক্রে ঝরো ঝরো বর্ষার পরিক্রমায় শরতের আগমন। কাশবনের উপর দিয়ে আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎকাল। ঋতুর রানী এই শরৎকালে পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার পত্রিকা ও সুরচর্চা সংগীত পরিষদের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ২০২৩ইং, ১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, শনিবার, বিকাল ৩টায়, মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালায় ‘শরৎ উৎসব-১৪৩০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কবি ও গীতিকার শাখাওয়াত উল্ল্যাহ রিপনের সভাপতিত্বে, সাংবাদিক মাহবুব পলাশ ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদা মনের মানুষ, বিশিষ্ট নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, ডাঃ জামশেদ আলম, সংগীত শিল্পী রনজিত ধর, সাংবদিক নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেন, ডাঃ মানিক চন্দ্র নাথ ডাঃ মকুল চন্দ্র নাথ, কবি শাহাদাৎ হোসেন লিটন, সুরচর্চা সংগীত পরিষদের পরিচালক সংগীত শিল্পী সঞ্জীব কুমার নাথ বিভাস, সাংবাদিক রাজু কুমার দে, আনোয়ারুল হক নিজামী, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রনি, জুয়েল নাগ, জাবেদ হোসেন, রিপন গোপ পিন্টু, রবি করিম, টিটু নাথ ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রতাপ বনিক, হাসান সাইফুদ্দিন, চন্দনা চক্রবর্তী ও তাসনিম মাহমুদ তানহা। সংগীত পরিবেশন করেন কামরান মেহেদী, সুরচর্চা সংগীত পরিষদের শিক্ষার্থী প্রসূন দেবনাথ পার্থ, অনন্য দে নিলীম, শ্রবন্তী দেব নাথ, রায় কিশোরী কর্মকার, মোস্তারি খানম অপি, হিমেলনাথ, তন্দ্রা দাশ, মিথিলা নাথ, নৃত্যে অংশগ্রহণ করেন অনুপমা, তুষি, প্রিয়ন্তি, তনিমা, উর্মি, শ্রীপর্ণা, অথৈ, পূর্বা, ইন্দ্রাণী, কমলিকা, দীপান্বিতা, লাবন্য, নন্দিতা, অমিতা, নবনীতা, শাহরিন প্রমূখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার পত্রিকা ও সুরচর্চা সংগীত পরিষদের আয়োজনে গান, কবিতা, নৃত্য ও কথামালায় শরৎ উৎসব ১৪৩০ অনুষ্ঠান আমাদের বিমুগ্ধ করেছে। শরৎকাল বাঙালি মানসিকতার সঙ্গে ঋতুবৈচিত্রের নানা অনুষঙ্গে জড়িয়ে রয়েছে। এই যে শরতের বিশাল নীলাকাশ তা আমাদের মনের গভীরতাকে আরও প্রসারিত করে, মনকে আরও উদার করে। আমি মনে করি, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মন যত উদার হবে দেশ তত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালায় শরৎ উৎসব অনুষ্ঠিত

Update Time : 10:45:50 pm, Saturday, 16 September 2023

ঋতুচক্রে ঝরো ঝরো বর্ষার পরিক্রমায় শরতের আগমন। কাশবনের উপর দিয়ে আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎকাল। ঋতুর রানী এই শরৎকালে পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার পত্রিকা ও সুরচর্চা সংগীত পরিষদের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ২০২৩ইং, ১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, শনিবার, বিকাল ৩টায়, মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে গান, নৃত্য, আবৃত্তি ও কথামালায় ‘শরৎ উৎসব-১৪৩০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কবি ও গীতিকার শাখাওয়াত উল্ল্যাহ রিপনের সভাপতিত্বে, সাংবাদিক মাহবুব পলাশ ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদা মনের মানুষ, বিশিষ্ট নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, ডাঃ জামশেদ আলম, সংগীত শিল্পী রনজিত ধর, সাংবদিক নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেন, ডাঃ মানিক চন্দ্র নাথ ডাঃ মকুল চন্দ্র নাথ, কবি শাহাদাৎ হোসেন লিটন, সুরচর্চা সংগীত পরিষদের পরিচালক সংগীত শিল্পী সঞ্জীব কুমার নাথ বিভাস, সাংবাদিক রাজু কুমার দে, আনোয়ারুল হক নিজামী, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রনি, জুয়েল নাগ, জাবেদ হোসেন, রিপন গোপ পিন্টু, রবি করিম, টিটু নাথ ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রতাপ বনিক, হাসান সাইফুদ্দিন, চন্দনা চক্রবর্তী ও তাসনিম মাহমুদ তানহা। সংগীত পরিবেশন করেন কামরান মেহেদী, সুরচর্চা সংগীত পরিষদের শিক্ষার্থী প্রসূন দেবনাথ পার্থ, অনন্য দে নিলীম, শ্রবন্তী দেব নাথ, রায় কিশোরী কর্মকার, মোস্তারি খানম অপি, হিমেলনাথ, তন্দ্রা দাশ, মিথিলা নাথ, নৃত্যে অংশগ্রহণ করেন অনুপমা, তুষি, প্রিয়ন্তি, তনিমা, উর্মি, শ্রীপর্ণা, অথৈ, পূর্বা, ইন্দ্রাণী, কমলিকা, দীপান্বিতা, লাবন্য, নন্দিতা, অমিতা, নবনীতা, শাহরিন প্রমূখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার পত্রিকা ও সুরচর্চা সংগীত পরিষদের আয়োজনে গান, কবিতা, নৃত্য ও কথামালায় শরৎ উৎসব ১৪৩০ অনুষ্ঠান আমাদের বিমুগ্ধ করেছে। শরৎকাল বাঙালি মানসিকতার সঙ্গে ঋতুবৈচিত্রের নানা অনুষঙ্গে জড়িয়ে রয়েছে। এই যে শরতের বিশাল নীলাকাশ তা আমাদের মনের গভীরতাকে আরও প্রসারিত করে, মনকে আরও উদার করে। আমি মনে করি, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মন যত উদার হবে দেশ তত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক হবে।