উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২৭মে (শনিবার) প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহীন হামিদ ইব্রাহীমের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাজুল ওলামা, শায়খুল হাদীস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, পবিত্র কোরআন শরীফের তাফসীর তাফসীরে মাশাহেদুল ঈমানের তাফসীর কারক, পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা,২০২০ সালে ইসলামের সঠিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রী একুশে পদক প্রাপ্ত, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
এতে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইহওয়ান মারেফাত সহ সভাপতি সোহেল মোঃ ইসলাম, জামেয়া রহমানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা অধ্যক্ষ ছাইফুর রহমান, বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, মুফতী রেজাউল মোস্তফা কাউসার, গভর্নিং বডির সদস্য মিসবাহ উদ্দিন, অভিভাবক সদস্য,আব্দুর রহমান, ইয়াছিন মিয়া, প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুছ মিয়া, সাইদুল ইসলাম সজিব সহ প্রমুখ।
প্রধান মেহমান বলেন, স্বপ্নে প্রিয় নবী (স:) এর নির্দেশ পেয়ে আমি খাঁটি অশেকে রাসুল ও যুযোগযোগী আলেম বানানোর জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।