মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা মূলক অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মীরসরাই ফায়ার স্টেশন কর্মীদের পরিচালনায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মীরসরাই পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আবুল হোসেন বাবুল, মীরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন, পাটোয়ারি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রণজিত দাস, সিনিয়র শিক্ষক সুব্রত দাস, বিদ্যালয়ের হেড মাওলানা আবু নছরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ
উপস্থিত ছিলেন।
মীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া ছিলো
অগ্নি প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয় ।