ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলায় ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস খান এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে সাড়ে ৪টা দুর্গাপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হয়ে দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত মানববন্ধনে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ছলিম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন সহ প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ছাত্র শিবিরের ঝটিকা মিছিল ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস খান আহত হন।
এতে গুরুতর আহত অবস্থায় আনিস রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।