মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড.রবিউল ইসলাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি ।এ সময় তিনি বলেন,সাম্প্রদায়িকতা মুক্ত ও প্রগতিশীল আগামি প্রজন্ম গঠনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন তা বাস্তবায়নের জন্য সারাজীবন কাজ করব।
পুস্তপস্তবের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ,বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক বৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রবিউল ইসলাম দায়িত্ব পান ১৩নভেম্বর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন।