৯৯৯ এ খবর পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক অজ্ঞাত পাগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের তত্বাবধানে গাউসিয়া কমিটির মানবিক টিমের সহযোগিতায় দাফনকাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৯ মার্চ) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দক্ষিণ পাশে দোকানের সামনে পড়ে থাকা লাশ দেখে পথচারীরা ৯৯৯ এ কল দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় লোকটাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সম্ভবত সে রাতে মারা গেছে।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, অজ্ঞাত পাগলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিক চেক-আপে নিহত পাগল মুসলিম বলে জানা যায়। তার আনুমানিক বয়স ৫০ হতে পারে। গাউসিয়া কমিটির সহযোগিতায় লাশ দাফন করা হয়েছে৷