রাঙ্গুনিয়ায় উপজেলায় দুটি দেশীয় তৈরী এক নালা অস্ত্রসহ আব্দুর রশিদ (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। রোববার ( ৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের কমলারছড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় রশিদের অন্যতম সহযোগী নগরীর চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের মরারমুখ এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. মিজান(৪০) পালিয়ে যায়। রশিদ পদুয়া ইউনিয়নের কমলারছড়ি এলাকার মাওলানা আবুল কাশেমের পুত্র।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মিজান নামে অন্য এক আসামী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আব্দুর রশিদ অপহরন মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।