বিএনপি- জামাতের দেওয়া তিন দিনের অবরোধের প্রথম দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দ্বিতীয় দিন কাপ্তাই সড়কে গাছ ফেলে গাড়ি ভাঙচুর ও দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে দুটি ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছ কেটে সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন।