চট্টগ্রাম 6:42 pm, Thursday, 7 November 2024

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আমির হোসেন (৬৫)। তিনি ওই এলাকার আব্দুল নবীর সন্তান এবং পেশায় একজন কৃষক।

আহতরা হলেন- তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং ছেলে জসিম উদ্দিন (৩৫)। তারাও আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর যখম করা হয়।
তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বৃদ্ধের অপর সন্তান সাইফুল আলম একটি সন্ত্রাসী গ্রুপের সাথে ইতিপূর্বে যুক্ত ছিলো। সে উকিল হত্যা মামলার প্রধান আসামি ছিলো। এই ঘটনায় পুলিশ ২০১৮ সালের ৫ অক্টোবর দুইটি পিস্তল, তিনটি বন্দুক, তিনটি এলজি, দুইটি পাইপগান ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছিলো।

অন্যদিকে নিহত উকিল সন্ত্রাসী তোপায়েলে গ্রুপের প্রধান তোপায়েলের বড় ভাই। বড় ভাইকে হত্যার বদলা নিতেই সন্ত্রাসী তোপায়েল গ্রুপ পরিকল্পীতভাবে সাইফুলের পরিবারের উপর এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোবারকআ বলেন, “পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুরে মিললো শিশুর লাশ

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Update Time : 12:47:28 pm, Tuesday, 31 October 2023

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আমির হোসেন (৬৫)। তিনি ওই এলাকার আব্দুল নবীর সন্তান এবং পেশায় একজন কৃষক।

আহতরা হলেন- তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং ছেলে জসিম উদ্দিন (৩৫)। তারাও আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর যখম করা হয়।
তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বৃদ্ধের অপর সন্তান সাইফুল আলম একটি সন্ত্রাসী গ্রুপের সাথে ইতিপূর্বে যুক্ত ছিলো। সে উকিল হত্যা মামলার প্রধান আসামি ছিলো। এই ঘটনায় পুলিশ ২০১৮ সালের ৫ অক্টোবর দুইটি পিস্তল, তিনটি বন্দুক, তিনটি এলজি, দুইটি পাইপগান ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছিলো।

অন্যদিকে নিহত উকিল সন্ত্রাসী তোপায়েলে গ্রুপের প্রধান তোপায়েলের বড় ভাই। বড় ভাইকে হত্যার বদলা নিতেই সন্ত্রাসী তোপায়েল গ্রুপ পরিকল্পীতভাবে সাইফুলের পরিবারের উপর এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোবারকআ বলেন, “পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।”