চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা তারুণ্যের পরিবারের আয়োজনে জমজমাট বলী খেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। রোববার (৪ জুন) বিকালে সরফভাটা গোডাউন ব্রীজ সংলগ্ন মাঠে এই বলী খেলা অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়ার জীবন বলী। তিনি রাঙ্গুনিয়ার সোলেমান বাদশা বলীকে মাত্র ১৪ সেকেন্ডে পরাস্থ করে এই কৃতিত্ব অর্জন করেন।
এছাড়া খেলায় দ্বিতীয় রানার্সআপ হয়েছে যৌথভাবে পদুয়ার মো. নাছের ও মহেশখালীর বাদশা বলী। খেলায় স্থানীয়দের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, কুমিল্লা, টেকনাফ, মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধ শতাধিক বলী অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক মাসুদ নাসির।