“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন ডেল্টা লাইফ ইন্সুইরেন্সের ডিজিএম আনোয়ার আজিজ, চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম উত্তরের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মীর জুবাইদুল ইসলাম রনি, জীবন বীমা ইন্সুইরেন্সের মো. নুরুল আলম প্রমুখ।
বক্তাগণ বীমার গুরুত্ব আরোপ করে সকলকে বীমার আওতার আনার আহবান জানান। সেই সাথে বীমাকারীদের বীমা গ্রহীতাদের আস্থা অর্জন করে সুনামের সাথে দেশের উন্নয়নে অংশীদার হওয়ারও আহবান জানান।
ইসমাইল হোসেন, রাঙ্গুনিয়া থেকে 



















