গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৯ নভেম্বর) বাদে মাগরিব আফজলের পাড়ার স্থানীয় মাঠে আয়োজিত সুন্নী কনফারেন্সের সভাপতিত্ব করেন বৃহত্তর রাজানগরের সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম শাহা। উদ্বোধন ছিলেন গাউসিয়া সমিতি বাংলাদেশ দক্ষিণ রাজানগর শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ইউনুচ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবদুল আজিজ আনোয়ারী রেজভী।
বিশেষ বক্তা ছিলেন তাহেরিয়া সাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ঘাগড়া খিলমোগল নতুন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আতাউল মোস্তফা। রেজাউল করিম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম, মাওলানা আবদুল কুদ্দুস, মো. জাহাঙ্গীর, সুন্নী কনফারেন্সের আহবায়ক মো. রাশেদুল ইসলাম, সদস্য সচিব মো. ফরহাদ প্রমুখ।
শেষে বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।