চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ঘরে ডুকে বৃদ্ধ দম্পতি আমির হোসেন(৬৫) ও জুলেখা বেগমকে(৫৫) কুপিয়ে হত্যা ও তার ছেলে জসিম উদ্দিনকে(৩৫) কুপিয়ে জখমের ঘটনার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. দিদার, কায়কোবাদ ও বাবর। এদিকে এ নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার শীর্ষ সন্ত্রাসী কামাল- তোফায়েল গ্রুপ এই হামলা চালিয়েছেন। তারা বলেন, সোমবার রাত ১০ টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সরফভাটা ছৈয়দুলখীল গ্রামের ফজল বাপের বাড়িতে আমির হোসেনের ঘরে অতর্কিত হামলা করে। তারা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও পুত্র জসিম এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে সেখানে রাত তিনটায় আমির হোসেন এবং মঙ্গলবার বেলা ১২ টার দিকে তার স্ত্রী জুলেখা বেগম মারা যায়। পুত্র জসিম উদ্দিন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের মেয়ে মনি আক্তার মঙ্গলবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামী করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ওসি মির্জা হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত তিনজন আসামী গ্রেপ্তার হয়েছে। বাকী আসামিদের ধরতে জোর অভিযান চলছে।